আমার অন্য জীবন
আমি যদি গাছের মতো হতাম,
সবচেয়ে সুন্দর নদীর পাশে
অনন্তকাল দাঁড়িয়ে থাকতাম।
আমি যদি পাখির মতো হতাম,
উজ্জ্বল বসন্তে পৃথিবীর সূর্যাস্ত দেখতে
অনেকটা পথ পাড়ি দিতাম।
আমি যদি পর্বতের মতো হতাম,
মেঘের তরঙ্গের সাথে
প্রসারিত ভালোবাসায় মত্ত হতাম।
আমি যদি ঘাসের মতো হতাম,
বালির ছায়া খুঁজে খুঁজে
তাতে বিশ্রাম নিতাম।
আমি যদি জলপদ্মের মতো হতাম,
দ্বিধাহীন সুন্দর নদীতে ভেসে বেড়াতাম।
আমি যদি সূর্যস্নানের মতো হতাম,
উজ্জ্বল বসন্তকে চমকে দিতাম।
আমি যদি বৃষ্টির মতো হতাম,
মেঘের তরঙ্গে রঙিন ফুল হয়ে ফুটতাম।
আমি যদি রোদের তেজের মতো হতাম,
বালির ছায়ার বুকে অনন্তকাল ঝুঁকে থাকতাম।
বই: নৈঃশব্দ্যে নৈবেদ্যে এসো (২০২১)
নুশান জান্নাত চৌধুরী