ঠিক ৩৬৫ দিন পেরিয়ে গেছে, আমরা দক্ষিণ গোলার্ধের সূর্যের কোমল আলিঙ্গনে নতুন সকাল শুরু করছি রোজ। সময়ের আবর্তে ছয় বছর পর আমরা আবার একই দেশে ফিরে এসেছি। এত বছর পর ফিরে দেখি, অনেক কিছু বদলে গেছে। মানুষ বদলেছে, বন্ধুরা বদলেছে, বদলে গেছে সম্পর্কের রূপ, কথার ধরণ, এমনকি মনের গভীরতা, বদলে গেছি আমরাও।
এই গত এক বছরে আমরা বিদায় জানিয়েছি আমাদের প্রিয় এক পরিবারের সদস্যকে- আমার শাশুড়ি মা। একইসঙ্গে আমাদের জীবনে এসেছে নতুন মুখ, নতুন কিছু অভিজ্ঞতা।
আমাদের এই পৃথিবীতে অসংখ্য মানুষের জীবনও বদলে গেছে এই সময়ের মধ্যে। তবে সময়ের কি এসে যায় এসবে? সময়কে কি কখনও ভাবতে হয় আমাদের সুখ-দুঃখ, উত্থান-পতন নিয়ে?
সময় আমাদের সবাইকে ছুঁয়ে যায়, অথচ নিজে থেকে যায় অচঞ্চল, নির্লিপ্ত।
আজ আমরা এখানে আছি, সময়ের তীরভূমিতে ক'টি বিনয়ী শঙ্খের মতো। একদিন আমরা মিশে যাব শূন্যতায়, অথচ আমাদের চারপাশের ধুলিকণা ঠিকই থেকে যাবে। বিষয়টা খুবই দুঃখের...
১ জূলাই ২০২৩