জেগে দেখি জেগে নেই
কতবার অবসান -
চোখের মণিতে জলবিন্দুর তুমুল কোলাহল
এরই মধ্যে জন্ম নিয়েছে নক্ষত্রের দল
কত ছায়াপথ ছড়িয়ে দিয়েছে গ্রন্থিল সহযোগ
পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো একটি নিদ্রাভঙ্গ
যতটা দেখছ ততটা সত্যি নয়।
বই: নৈঃশব্দ্যে নৈবেদ্যে এসো (২০২১)
নুশান জান্নাত চৌধুরী