কোনটা তোমার নাম?
এখানে ওখানে মানুষের মুখগুলো
বেলে নদীর রঙিন মাছ
ও অর্থের মতো জ্বলজ্বল করে
সময়ের থেকে দূরে আমি হেঁটে যাই
বহু মানুষের রূপ ধরে।
আসলে কোথায় কোন আশ্রিত আমি?
কোথায় আমার মন্ত্রমুগ্ধ গ্রাম?
সান্ধ্য আকাশ~ একটি দূরের পাখি
কেউ বলেছে– একটু দাঁড়াও একটু দাঁড়াও,
কোনটা তোমার নাম?
বলতে মানা; ধরো -
আমি আকাশ পালানো ছায়া;
শীতের ধূসর কাপে আগের দিনের মতোই-
আজকে হেসে
কাল মরে যাওয়া ফুল।
আমার উড়ন্ত সব ডানা
শেষ না করে দাঁড়িয়ে থাকার যুদ্ধে
দমকা হাওয়ায় নকশা বোনার মতোই-
উড়ে যাওয়া,
দিন ফুরিয়ে যাওয়ার ভুল।
(প্যাচওয়ার্ক কবিতা)