নাম দিয়ো না 


আমাকে ছাড়িয়ে আমি চলে যাই  

জ্ঞাতসারে, অজ্ঞাতে।


বৃত্তের মাঝে দাঁড়িয়ে দেখি আত্মার আরোহণ

অনেক প্রাচীন চক্ষুতারায় - 

            ছায়ার মতন।


এইতো সেদিন 

এইতো সেদিন 

এখানেই ছিল গত হেমন্তের মেঘ ও ঝরা পাতা

তাই দাঁড়িয়ে দেখছিলাম। 


ফুল বাছতে ফুল বাছতে 

শেকড়ে বাকড়ে ধূসর হলাম।

নাম দিয়ো না, আমায় কোনো নাম দিয়ো না... 






বই: নৈঃশব্দ্যে নৈবেদ্যে এসো (২০২১)

নুশান জান্নাত চৌধুরী