স্মৃতির ময়ুখ তবু জ্বলে ওঠে
ইতি উতি আলোকবাজি, কীসের আমোদ প্রমোদ।
জানি নাতো! আমার বিমর্ষ ঘুণপোকারা জানে
হয়তো ছিলাম, ছিল না জং পোড়া ঝরাপাতার মিছিল।
একটু একটু করে রানি-সাদা ঘাঘরায়
নিমীলিত চোখের চোরাবালিতে
ডুবে যায় প্রজাপতি বাগান আমার আলবেলা
ব্যক্তিগত রাজপথ।
সুখ ও অসুখের আর্চওয়ে ধরে ফিরে আসে।
সত্যি, যাওয়া মানে কেবলি আসা।
তবু ফিরে আসে।
ততদিনে স্মৃতির ক্যানভাস হয়েছে ঝুলকালো।
সাথে আছে নির্মেঘ রং, কোমল দুঃখ
অথবা সুখের তিতির?
অজস্র ফুলের মৃত্যু নয়, দেবে কি একটিবার দোলনচাঁপা?
আমি মানবীয় হব।
প্রথম প্রকাশ লিংক: https://www.sachalayatan.com/guestwriter/37343
২৬ জানুয়ারি ২০১১
বই: নৈঃশব্দ্যে নৈবেদ্যে এসো (২০২১)
নুশান জান্নাত চৌধুরী