বাংলাদেশে
একদিন আমি বাংলাদেশে সময় করব যাবার
সময় করব দুদন্ড বসে তোমার কথা ভাবার।
জাড়ুলের শাখা দোল খায় যেথা সেইখানে ঘরবাড়ি
শুকনো পাতা, নম্র পাতা, গিরিয়া হাঁসের সারি।
ঘাসের শরীরে মেঘ জমে থাকে ধরণিতে টলমল
সূর্য সাক্ষী ভোরের হাওয়ায় জল-ফড়িঙের দল,
তোমার বাড়ির কাছে।
সেখানে হাওয়ায় নীলিমার ছায়া বুকে
গুচ্ছে পাতায় পুষ্করিণী বেঁচে থাকে বড় সুখে।
কেতকীর ঝাড় শণের গোছা বৃষ্টিগাছের কাছে
ওদের ফুলের সিঁদুর পরাগ বালিকার মতো নাচে।
মরচে রঙের পৃথিবীর বুকে আমলকিদের ঘ্রাণ
সেইখানে আছে তরণীর সারি, মাঝিমাল্লার গান।
ছোট্ট জীবন শুধুই তো ভালোবাসার
একদিন আমি সময় করব আসার।
বই: নৈঃশব্দ্যে নৈবেদ্যে এসো (২০২১)
নুশান জান্নাত চৌধুরী