পরস্পরকে
কি সব বলছি এত পরস্পরকে -
বৈরাগ্যের গুণগাথা,
অনন্ত প্রত্যাখ্যান!
ভারাক্রান্ত হয়ে যাচ্ছে মন
কাজ হচ্ছে না কোনো।
চলো করি নক্ষত্রের অপেক্ষা।
দেখি, যদি কিছু স্বল্পায়ু রোদ
তন্ময় হয়ে নেমে আসে
দিতে আসে উত্তাপ।
বই: নৈঃশব্দ্যে নৈবেদ্যে এসো (২০২১)
নুশান জান্নাত চৌধুরী