জল দিও, চা দিও
জল দিও, চা দিও
দুঃখ এলেই
তাকে বসতে বলো
জল দিও, চা দিও
তোমার বুকের ওপর তার পায়ের ধুলো ঝরতে দিও,
সঙ্গ দিও
পালিও না
বলো, দুঃখ এলি?
যদি একদিন তুমি যদি দরজার দিকটাই ভুল করো,
সেদিন হয়তো বুঝবে দুঃখ আসেনি, চলে গেছে
১৪ সেপ্টেম্বর, ২০২৫
দুঃখ এলেই
তাকে বসতে বলো
জল দিও, চা দিও
তোমার বুকের ওপর তার পায়ের ধুলো ঝরতে দিও,
সঙ্গ দিও
পালিও না
বলো, দুঃখ এলি?
যদি একদিন তুমি যদি দরজার দিকটাই ভুল করো,
সেদিন হয়তো বুঝবে দুঃখ আসেনি, চলে গেছে
১৪ সেপ্টেম্বর, ২০২৫