সাধ্যমতো


তোমাকে দেব ছোট্ট ক্যাফেতে কথোপকথন, 

প্রিয় বইদের নাম 

তোমাকে দেবো মোমের ক্র্যেয়ন

আর আমার চায়ের কালেকশন


তোমাকে দেবো আকাশের নীচে নিদ্রামগ্ন

রোদের শস্যদানা

তোমাকে দেবো স্বচ্ছ জল ও স্নানের সূর্যকণা


তোমাকে দেবো নির্জন দ্বীপ, জীবনের উপাদান 

তোমাকে দেবো বেলা অবেলার অপার আয়ুষ্কাল


তোমাকে দেবো বোটানিক্যালে যাবতীয় ভুলভাল 

তোমাকে দেবো রাতের আকাশে চাঁদের জীবনকাল


তোমাকেই দেবো- ঘুমভাঙা স্বর, নিঝুম নদীর তট

ছাতিমের ফুলে মিলেমিশে থাকা একটি হৃদয় মঠ





বই: নৈঃশব্দ্যে নৈবেদ্যে এসো (২০২১)

নুশান জান্নাত চৌধুরী