শীতের পাখির গীত 

গীতের পাখির শীত


ভীষণ তুষার ঝড় চলছে কিছুদিন। 

সামনের গাছটায় আগে একঝাঁক পাখি ছিল। 

তুষার বৃষ্টিতেও রোজ সন্ধ্যায় ঘরে ফিরত। কিন্তু

ঝড় শুরুর পর থেকে আর দেখি না ওদের। 

--

এবার বুঝি অনেক পাখি আর

বৃক্ষগৃহে ফিরিবেনা তার। 


“দুয়ার এঁটে ঘুমিয়ে আছে পাড়া” *

শক্তি, শক্তি, সবই শক্তি হারা।


হিমশীতল এক পক্ষী ওড়ে এ গাছ থেকে ও গাছ


ওগো ব্যাকুল পাখি, পাখির ছানা গো, দেখ দেখ

মাটির নিকটে মেঘ জমে আছে, মেঘের চারাগাছ।


ওড়াওড়িতেই শরীর তোমার উষ্ণ হবে আজ

এ গাছ থেকে ও গাছ।


রুটি আর রুজি মস্ত বড় তাড়া 

এইখানেতে তুমি-আমি-মানবেরা

“কেবল শুনি রাতের কড়ানাড়া”*


হিমশীতল এক পক্ষী ওড়ে ধবল পাগলপারা 

শক্তি, শুনছো? 

আজ, 

অবনীর বাড়ি গেছে আমাদের 

সকল উষ্ণতারা...


মাটির নিকটে মেঘ জমে আছে, মেঘের চারাগাছ।


শীতের পাখি, ব্যাকুল পাখি- পাখির ছানা গো, দেখ দেখ...

অবনীর বাড়ি গেছে আমাদের উষ্ণতারা আজ।



(*) শক্তি চট্টোপাধ্যায় এর কবিতা ''অবনী বাড়ি আছো'' থেকে আহৃত



বই: নৈঃশব্দ্যে নৈবেদ্যে এসো (২০২১)

নুশান জান্নাত চৌধুরী